কবি শাহনাজ সুলতানা
শপথ

শাড়ীতে দারুন নারী আসরের কবি,
হরিণী আঁখি দুটিতে মেখেছে কাজল,
নাকফুল হাতে বালা দুই কানে দোল,
জলে ভাসা পদ্মাবতী অপরুপ ছবি।
সুন্দর কাব্য রচনা করিতে প্রকাশ,
লজ্জাবতী ফুল যেন স্পর্শে হয় চুপ,
তাজ্জব, অসাধারণ লেখাগুলো খুব,
নাই কোন অসুন্দর প্রতিভা বিকাশ।

অপূর্ব শব্দ ভাণ্ডার গাঁথে ছন্দ মালা,
অনবদ্য কাব্য রসে করেন রচনা,
নবীণ চিন্তা ভাবনা নতুন সূচনা,
অন্ধকারে আলো ছায়া করে যেন খেলা।
সুখে থাক ভাল থাক কামনা আমার,
শ্রদ্ধা ভক্তি শত কোটি ক্ষুদ্র উপহার।