(((আমার কবিতা পাঠক ও মহৎ হৃদয়ে মন্তব্য প্রদানে উৎসাহ অনুপ্রেণা যোগিয়েছেন যে সকল মহান কবিগন তাঁদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান প্রদর্শণ এবং কৃতজ্ঞতার অবনত মস্তিস্ক গভীর ভালবসার শ্রদ্ধাঞ্জলী
তাঁদের চরণে অর্পণ।)))
কবি সঞ্জয় কর্মকার
শপথ
ও সঞ্জয় কর্মকার আসরের কবি,
নিত্য নতুন ভাবনা প্রতিভা বিকাশ,
অসাধারণ অপূর্ব কবিতা প্রকাশ,
প্রজ্জোলিত দ্বীপ তুমি পাঠকের দাবী।
তোমার ঐ কলমের কালির আঁচর,
সুন্দর অর্থবোধক জানি শিক্ষণীয়,
রোমান্টিক বাস্তবতা বিদ্রোহী ধর্মীয়,
আঁধারে আলোক শিখা প্রতিটি অক্ষর।।
পবিত্র হৃদয়ে তুমি ব্যক্তিত্বে মহান,
সুখে দুখে পাশাপাশি কবিদের সাথে,
মন্তব্যে অনুপ্রেরণা উৎসাহ দিতে,
সুপ্রিয় শ্রদ্ধাভাজন কৃতিত্ব সম্মান।
গৌরবের অধিকারী খ্যাতির সুনাম,
শ্রদ্ধা ভক্তি মর্যাদায় জানাই প্রণাম।।