কবি পাঠক সম্পর্ক
শপথ

প্রতিভা প্রকাশে সৃষ্টি কবির প্রচেষ্টা,
শব্দ বাক্য সমন্বয়ে আবেগের কথা,
ধ্যানে জ্ঞানে সাধনাতে থাকে নিরবতা,
মোহণীয় গদ্য পদ্য পাঠকের তেষ্টা।
আবেগের প্রফুল্লতা হৃদয় আকুতি,
অকল্পনীয় ভাবনা কবিতা প্রিতীর,
অনুভুতির রচনা ধূসর স্মৃতির,
ছন্দ বাক্যে মুগ্ধ প্রেমে করেন ডাকাতি।

স্নিগ্ধ কোমল সুন্দর কলমের লেখা,
মহাকালের মোহনা সুখের মিলন,
কবি আর পাঠকের হৃদয়ে বন্ধন,
মনের ক্লান্তি সরিয়ে প্রশান্তির দেখা।
অনন্ত অতৃপ্ত বুকে শান্তির চাদর,
কবি পাঠকের যাত্রা চলে নিরন্তর।।