(আপনার কবিতা পড়ে আসরের থেকে পরিবার জীবনে আপনার চারিত্রিক গুনাবলী আমার নিকট বেশী প্রস্ফুটিত হয়েছে। নারীর আদর্শ সংসারের লক্ষী মনে হয় যেনো কবি জীবন নয় ব্যক্তি জীবনের কথাই ব্যক্ত করি।তাই আপনার কিশোরী চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম)
কবি পারমিতা ৫৮ (অনুরাধা)
শপথ
পারীজাত বংশীয় রুপসী ললনা,
রঙধনুর আবিরে মেয়ে অপরুপা,
মিষ্টি মধুর বুলিতে হৃদয়ের পাতা,
তাকানোর দৃষ্টি ভঙ্গি মায়াবী ছলনা।
অঙ্গে সোনা আবরন কাঁচা হলুদের
নুপুরের ছন্দ তালে পা দুখান চলে,
রাগীণীর বিষন্নতা প্রাণে সুর তোলে,
ধাবিত মুক্ত হৃদয়ে গভীরে বুকের।
অনন্য অপরাজিতা স্বর্গের অপ্সরী,
বিধাতার যত্নে গড়া মানবী প্রতীক,
সতী স্বাধ্ধী লক্ষী দেবী সাহসী নির্ভিক
আধার জগতে এক আলোকিত নারী।
আল্লাহর দরবারে প্রার্থণা সর্বদা,
ভাল থেকো পারমিতা ৫৮ অনুরাধা।