কবি অনিরুদ্ধ বুলবুল
শপথ

অনিরুদ্ধ বুলবুল ও শ্রদ্ধেয় কবি,
আসর ভর্তি কবিতা তিন শতাধিক,
অনবদ্য কাব্য রসে ভরপুর ঠিক,
জ্ঞানের গুপ্ত ভাণ্ডারে লুকায়িত চাবী।
দেশ জাতি মানুষের সুখ দুখ গাঁথা,
অন্যায়ের প্রতিবাদে প্রতিভা বিকাশ,
রোমাঞ্চকর প্রেমের কবিতা প্রকাশ,
জীবনমূখী ধর্মীয় থাকে মানবতা।

ব্যক্তিত্বের অধিকারী পরম মহান,
কবিদের প্রিয় জানি নিশ্চয় আসরে,
উৎসাহ আর্শিবাদে নবীনের তরে,
অনুপ্রেরণা যোগাতে মন্তব্য প্রদান।
অধমের প্রশংসা ক্ষুদ্র উপহার,
কবির জন্য প্রার্থণা দীর্ঘায়ু হাজার।।