কবি কবীর হুমায়ন
শপথ
হে কবীর হুমায়ন ওগো প্রিয় কবি,
কবিতার এ আসরে আপনার লেখা,
পাঠক হৃদয়ে জ্বালে প্রদীপের শিখা,
কাব্য জগতে উজ্জ্বল প্রতিভার রবি।
অসাধারণ প্রচেষ্টা প্রতিভা বিকাশ,
অর্থনীতি রাজনীতি দেশ ও জাতির,
মানবতা ধর্মকথা স্বজন প্রীতির,
অনবদ্য কাব্য সৃষ্টি অপূর্ব প্রকাশ।।
আসরের কবিদের পথ পদর্শক,
উৎসাহ উদ্দীপনা মন্তব্য প্রদানে,
অনুপ্রেরণা যোগাতে কবির সম্মানে,
উপদেশ আর্শিবাদ ললাটে তিলক।
মর্যাদার উচ্চাসন খ্যাতির সুনাম,
ভক্তির শ্রদ্ধাঞ্জলীতে জানাই প্রণাম।।