কবি খলিলুর রহমান
শপথ

খলিলুর রহমান আসরের কবি,
প্রস্ফুটিত প্রতিভার প্রজ্জোলিত শিখা,
জীবনের জয়গান অনবদ্য লেখা,
সত্য ন্যায়ের উদিত পূর্বাকাশে রবি।
সুন্দর শব্দ বাক্যের সমন্বয়ে সৃষ্টি,
দেশ জাতির ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞানে,
সাম্যবাদী প্রতিবাদী জগত কল্যাণে,
জাগ্রত বিবেক সদা বিদ্রোহীর দৃষ্টি।

আসরে নবীনদের উৎসাহ দানে,
অনুপ্রেরণা যোগাতে মন্তব্য প্রকাশ,
উপদেশ আর্শিবাদ শ্রদ্ধার বিকাশ,
কবিদের পাশাপাশি মানব বন্ধনে।
হে আল্লাহ মোনাজাতে হাত উত্তোলন,
কবির জন্য প্রার্থণা দীর্ঘায়ু জীবন।।