কবি গোলাম রহমান
শপথ

হে গোলাম রহমান সম্মানিত কবি,
পরম শ্রদ্ধাভাজন কবিদের প্রিয়,
প্রতিভার দ্বীপ জ্বলে আঁধারে পাথেয়,
জ্ঞানের মশাল হাতে প্রতিভার রবি।
চেতনার তীক্ষ্ণ ধারে অন্যায় খতম,
অত্যাচারী জালিমের শত্রু দুশমন,
ধর্মীয় মানবতায় জন সাধারণ,
অনবদ্য রচনায় চলছে কলম।।

নবীনদের হৃদয়ে করে বিচরণ,
অসাধারণ মন্তব্যে থাকে আর্শিবাদ,
মর্যাদার উচ্চাসনে শ্রদ্ধার আবাদ,
নাম যশের খ্যতিতে সাফল্য অর্জন।
কবি পাঠকের ভাগ্যে অমূল্য রতন,
হে প্রভু চাই কবির দীর্ঘায়ু জীবন।।