অঙ্গে শীতের কাঁপন ছুঁয়া পেতে মিষ্টি,
ভিজিয়ে ভাঙ্গিল লাজ লজ্জাবতী চুপ,
উষ্ণ হৃদয়ে ঝিলিক জ্যোতিময় রুপ,
অঝোর বারি ধারায় কি সুন্দর বৃষ্টি?
বিদ্যুৎতের বজ্রপাতে জাগে শিহরণ,
বাতাস নিয়েছে কেড়ে বুকের আঁচল,
ঘণ কালো চুলে খেলে বর্ষার বাদল,
কলা পাতার ছানিতে আশ্রয় গ্রহণ।
বৃষ্টি ভেঁজা অঙ্গ যেনো কোমল নরম,
পাঁপড়ির আলিঙ্গনে হিমেল পরশ,
সকাল দুপুর সন্ধ্যা সুখের বরষ,
চোখের পাতায় ফুটে নিরব শরম।
বৃষ্টির দুর্যোগে কষ্ট প্লাবিত ভূবন,
দুঃখের সায়রে ভাসে সুখের জীবন।