কি পিরিত শিখাইলা ভুলিতে পারিনা,
দিবানিশি প্রাণপাখি বুকের প্রিঞ্জরে,
মুক্ত স্বাধীণ খাঁচায় ছটফট করে,
স্বপ্ন সুখে উড়ে যেতে মেলে দেয় ডানা।
কলরবে মুখোরিত হৃদয় আকাশ,
ঝড় বাদলে খুঁজেছে নীড়ের ঠিকানা,
মনের গহীণ বনে সোঁনার ময়না,
বিরহের গান গেয়ে একাকী উদাস।
পিরিতের রীতিনীতি মানেনা শাসন,
জীবনের চুক্তিনামা লিখিত অন্তরে,
হৃদয়ের লেনা দেনা প্রেমের বাজারে,
পৃথিবীতে একমাত্র বিশ্বাসী বাঁধন।
অস্থিত্ব বিলীন করে অভিন্ন হৃদয়,
ভালোবেসে তুমি আমি মৃত্যু করি জয়।।