শয়ণে স্বপনে ভাবি কি কথা যে বলি,
মনের অব্যক্ত কলি ধ্যানে জাগরণে,
সৌরভে ফুটিল ফুল হৃদয় কাননে,
আকুল পিয়াসা বুকে সুখ খুঁজে চলি।
ভাবনার উর্মি গুলি তীরের সন্ধানে,
আছড়ে পড়ে ভাঙ্গিল বুকের পাঁজর,
পবনে পাল উড়িল অন্তরে লাহর,
নোঙ্গর করিতে সদা গন্তব্য উজানে।
হৃদয়ে জমিয়ে রাখা কথার মুকুল,
হয়নি বলা তবুও আশা ভালোবাসা,
ফাগুনের ব্যকুলতা বাসন্তি কুয়াশা,
অস্থির বেদনা চিত্তে জীবনের ভুল।
প্রাণের মাঝে সঞ্চিত মধু মাখা কথা,
আকুল হিয়ায় বেজে ভাঙ্গে নিরবতা।।