সম্মানে আমাকে তুই বাধ্য হলি পাপে
সম্মান হারিয়ে আমি ভালোবাসি তোকে
যদি পার্থক্য বুঝতি তবে অনুতাপে
লজ্জা ঘৃনা আমাকে না করতি নিজেকে
উগ্র রক্তের নেশায় প্রস্তুতি খুনের
মান মর্যাদায় তোকে শ্রেষ্ট পরিচয়ে
পিস্তলের গুলি বুকে নিলাম পাপের
মৃত্যুকে বরন করি রাখিতে ফিরিয়ে
যৌন ক্ষুধা নিবারনে নির্বাচনে তুই
ভাবছিস জানোয়ার শাস্তি প্রয়োজন
অপমানের আঘাতে মুখে ফোটে খই
মৃত্যুর হুমকি দিলি ভেবে দুশমন
সেদিনও জানতাম এই পরিনতি
ভালোবেসে হবে শুধু জীবনের ক্ষতি