আমি থাকব তোমার চির সাথী হযে
চোখের আড়াল হলে মনের গভীরে
শত অচেনার মাঝে গোপনে লুকিয়ে
তোমার প্রিয়জনের চারিদিক ঘিরে
জীবনের এই পথ পৃথিবীর বুকে
সবটুকু স্বাদ আশা ভালোবাসা দিতে
হৃদয়ে সঞ্চিত প্রেম শুধু শান্তি সুখে
মরণ হলেও ফিরে আসব জগতে
যখন হারিয়ে যাব থাকব না আমি
যখন চলার পথে থাকব না পাশে
যখন দৃষ্টি সীমায় খুঁজবে না তুমি
যখন অন্তর থেকে ভুলে যাবে শেষে
মানব জীবন ভবে ক্ষনিকের স্মৃতি
মানুষের সম্পর্ক কি শেষ পরিনতি