এটা কোন রাজনৈতিক লেখা নয় সকলের পদচরণে নতশীরে অনুরোধ থাকবে লেখাটি রাজনৈতিক দৃষ্টিতে না ভাবার জন্য
টুটুল
ক্ষমতা
শপথ
রাজা ভাবে মন্ত্রী আছে সুরক্ষিত আমি,
হাতি ঘোড়া সৈন্য নিয়ে লড়বে বাজিতে,
সকল রাজ্যের রাজা আমাকে বাঁচাতে,
বিপদে উদ্ধার পেতে কিস্তি আছে দামী।
সাজানো দাবার কোর্টে মানব জীবন,
পিতা মাতা ভাই বোন আপন সন্তান,
আরো আছে প্রতিবেশি শক্ত অবস্থান,
ক্ষমতার উচ্চ শৃঙ্গে আত্মীয় স্বজন।।
দাবার চালে বিপক্ষ রাজা চিন্তা করে,
কৌলশে কঠিন বন্দি রাজাকে ঘায়েল,
জীবনের প্রতিপক্ষ জানেনা গাফেল,
পৃথিবীতে বাঁচা মরা আছে কি অন্তরে।
ক্ষমতার উচ্চ বাক্য মরণে হরণ,
মানুষের বাহাদুরি রাজার পতন।।।