ক্ষমা চাই
শপথ

অনন্ত অসীম তুমি হে অন্তরযামী,
তোমারে ডাকি মাওলা দুই হাত তোলে,
পাপে ডুবে আছি সদা তোমাকে যে ভুলে,
লজ্জিত অপরাধীর কে আছে মরমী।
না জানিয়া না বুঝিয়া করেছি গুনাহ,
পাহাড় সমান পাপে তুমি মুক্তি দাতা,
আকুতি মিনতি শুন হৃদয়ের ব্যথা,
খালি হাতে দাড়িয়েছি ডাকি হে আল্লাহ।

আমার পাপ সমুহ চাই আমি ক্ষমা,
ক্ষম্ প্রভু তুমি ক্ষম্  ওগো মহীয়ান,
হে রহিম রহমান তুমি সুবাহান,
তোমার করুণা বিনে অপরাধ জমা।
অবুঝ অধম আমি দাও ক্ষমা করে,
আসতাগফিরুল্লাহ তওবা অন্তরে।