রাখিনা আত্ম খেয়াল কেন আজকাল,
মন পাখিটা আমার দিয়েছে উড়াল।
তোমারি ভাবনা শুধু সকাল বিকাল,
সাজানো আশার স্বপ্ন লুকালো আড়াল।
চোখের নজরে দেখে হয়েছি বিভোর,
দিবস রজণী কাটে কাটে না যে ঘোর।
আসিয়া হৃদয় নীড়ে কাড়িল অন্তর,
সর্বহারা নিঃস্ব আজ আমি যাযাবর।
দৃষ্টি সীমানায় কেন এসে দিলে দেখা,
পৃথিবী জুড়ে মানুষ তবুও যে একা।
বাঁধিতে আপন করে বার বার ধোকা,
চেনা অচেনা ভূবনে নেই প্রিয় সখা।
অজান্তে দিক বিদিক হন্য হয়ে ছুটি,
বেখেয়ালি জীবনের দুঃখ পরিপাটি।