যে গড়ে, ভাঙ্গে আবার সমাপ্তি সূচনা,
খেলোয়ার খেলে যায় খেলাঘরে একা,
হারজিত চিরদিন বিশ্বজুড়ে ধোকা,
পৃথিবীতে জন্ম মৃত্যু মানুষ খেলনা।
আধারে আলোতে বসে নিরাকারে হাসে,
চিত্ত জুড়ে শান্তি সুখ অফুড়ন্ত আশা,
এই আছে এই নেই নেই যে ভরসা,
ব্যথা বেদনার জ্বালা কাঁদে ভালোবেসে।
সুনিপুন কারিগরি সাজায় সুন্দর,
নাচে গানে ছন্দ তালে নিত্য বিনোদন,
অভিনয়ে চলা বলা কত আয়োজন,
দর্শক শ্রোতার মঞ্চে অবুঝ অন্তর।
খেলেছে একজন সে আপন প্রয়াসে,
রুপে গুণে কর্ম মাঝে মানুষে মানুষে।