খাতুনে জান্নাত
শপথ
ফাতেমা তুজ জোহুরা নবীর দুলালী,
মাটির ভূবনে এল স্বর্গের অপ্সরী,
আদর্শের প্রতিকৃতি বিশ্বে যত নারী,
জীবন সঙ্গীনী পেল ভাগ্যবান আলী।
মুহাম্মদের কলিজা প্রাণ প্রিয় কন্যা,
আল্লাহ নবীর প্রেমে কষ্টের জীবন,
দুনিয়ার সংসারে সুখ বিসর্জন,
অপরাজিতা রমনী ছিলেন অনন্যা।
পাপী তাপী উম্মতকে করিতে উদ্ধার,
হাসান হোসাইনকে দিল কুরবানী
পুত্রশোকে দিবানিশি ছিল কাতরিনী,
বিচারের দাবী ক্ষমা কর গুনাগার।
নারীকূলে শিরমণি পবিত্র রমনী
খাতুনে জান্নাত মাগো ফাতেমা জননী।।