আশায় আশায় আমি পথ চেয়ে থাকি,
স্মৃতির জানালা খোলে অপলক আঁখি।
নিষ্পাপ বদন খানি কল্পণায় দেখি,
অপেক্ষার প্রতিফল দিল মোরে ফাঁকি।
চলতে চলতে একা দাড়িয়ে থমকে,
মানুষের মাঝে খুঁজি দেখিতে তোমাকে।
চেনা অচেনা মুখের পরিচিত যাকে,
প্রাণের প্রিয় যেজন পৃথিবীর বুকে।।
ভাবতে ভাবতে সদা আনমনা আমি,
শূণ্যতা বিরাজ করে চিত্ত মরুভূমি।
প্রেমিক জীবন যেন ফেরারী আসামী,
জীবনের খেলাঘরে পলাতক তুমি।
হৃদয়ের আর্তনাদে করুণ আকুতি,
অন্তহীন বয়ে চলা ক্ষণিকের স্মৃতি।