আর আমি কাঁদিব না তোর অপেক্ষায়
স্বার্থ ছাড়া অকারনে ভালোবাসা মিছে
জানি না মায়া মমতা ছিল কি আশায়
তোর চাহিদা মিটাতে নিত্য ঘুরা পিছে
কেন যে ভাবছি শুধু সারাবেলা তোকে
পাওয়ার লোভে নাকি দেবার আনন্দে
সম্পর্কের সুত্র পেতে জড়িয়েছি বুকে
বিশ্বাসে সন্দেহ জাগে তোর ভালো মন্দে
আসলে তোর জীবনে কেউ নই আমি
প্রমানের নিশ্চয়তা পারব না দিতে
অন্তরের প্রেম জানে শুধু অন্তর্যামী
চরিত্রের ভুল ত্রুটি দোষী আদালতে
নষ্ট স্বভাবের ছূয়া যত্নের পরশ
আদর সোহাগে ছিল পাপের মুখোশ