কে বিরাজে দেহ মাঝে রয়েছি তালাশে?
একাকী আপন মনে কে কাঁদে কে হাসে?
কে বলে মধুর স্বরে সত্য মিথ্যা বুলি?
কে দেখায় পৃথিবীতে কোন পথে চলি?
কে ডাকে নিত্য আমায় কোন প্রতিবেশী?
গুপ্ত আত্মপরিচয়ে কেন ছদ্মবেশী?
কে ঘুমানো কে জাগ্রত ভাল মন্দ জ্ঞানে?
কে মহান কে পাষাণ পাপ পূণ্য কিনে?
কে কোথায় দেহরাজ্যে পাতিল আসন?
আদেশ নিষেধ যত কে করে শাসন?
আইন কানুন লিখে কে দেয় বিধান?
ক্ষুধা তৃষ্ণা নিবরণে কে বাঁচায় প্রাণ?
কাম ক্রোধ স্বার্থলোভে কে দিল ইন্ধন?
কে করিল নষ্ট ভবে স্বাধের জীবন?