কে তুমি বলনা  
শপথ

হৃদয়ে খুঁজি অস্থিত্ব কে তুমি বলনা,
লুকোচুরি অবিরাম রুপসী ললনা,
বুকের গহীণে প্রেম অতৃপ্ত সাধনা,
মন প্রাণ জুড়ে আছে অন্তরে ছলনা।
আখিতে স্বপ্ন রঙিণ নিদ্রা জাগরণে,
উচাটন মন মিশে মাতাল পবনে,
ভাবনার আশাগুলো আকাশের পানে,
মেঘের বুকে লুকানো বৃষ্টিরা গোপনে।

হৃদয় বাগানে গাও প্রেমের গজল,
লাল গোলাপের জল চোখে অবিরল,
তৃষ্ণার্ত পিপাসা বুকে অতৃপ্ত শরাব,
অমৃত মধুর সুধা আছে কি অভাব?
কে তুমি বলনা প্রাণে পড়শী চঞ্চল,
আমাকে করেছ তুমি উদাসী পাগল।