যদি আমি কোন দিন পথ ভুলে যাই
কে তুমি বন্ধু আমার রাখবে খেয়াল
দায়িত্ব কর্তব্য বোধ ভালোবাস তাই
বিপদের দিন ক্ষনে হবেনা আড়াল
ক্ষতিকর ভুল ত্রুটি যত আছে মোর
শাসন বারন করে আদেশ নিষেধ
বুঝে শুনে ভালো মন্দ নির্মম কঠোর
মায়া মমতায় বেঁধে ভাঙ্গবে প্রভেদ
অনুগত এই আমি কৃতজ্ঞতা বশে
নতজানু হয়ে সদা শ্রদ্ধার সম্মানে
বিনয়ের ব্যবহারে রেখ দিব পাশে
বিধাতার আর্শিবাদ আমার জীবনে
কে হবে এমন প্রিয় অধিকার ভুলে
সুন্দর পবিত্র মনে স্বার্থ ত্যাগে ফুলে