কে ডাকে  
শপথ

কে আমায় ডেকেছো গো হৃদয়ের সুরে,
নিত্য মনের মন্দিরে সাধনার ধ্যানে,
বিশ্বাস ভক্তির প্রেমে করুণ রোদণে,
ভালবেসে দিবানিশি রেখেছো অন্তরে।
আরাধনা উপাসনা আমারি পুজায়,
আকুল প্রার্থণা লয়ে বুকে আর্তনাদ,
পলকে পলকে খুঁজে দেখিবার স্বাধ,
জীবন মরণ তুচ্ছ অতৃপ্ত আশায়।।

কোথায় তোমার বাড়ি কোথায় ঠিকানা,
আড়ালে থেকে আমায় কেন ডাক তুমি,
একবার দেখা হলে শান্তি পাব আমি,
স্বার্থক জীবন ভবে  দুঃখ রবে না।।
কত পূজা সাধনে নিত্য অপেক্ষায়,
কে তুমি মনের ঘরে ডেকেছো আমায়।