কে আপন কে পর
শপথ
আপনার চেয়ে তুমি কত যে আপন,
পরের চেয়েও বেশি হয়ে যাও পর,
নিজ হাতে বেঁধে ঘর ডেকে আন ঝড়,
জীবন সাজাতে দেখি সুখের স্বপন।
সুখের চেয়ে কষ্টের বোঝা বেশি ভারি,
আশা ভালবাসা বুকে আঁখিজলে ভাসি,
ব্যথা বেদনার ছলে কান্না আর হাসি,
জানলে কি আগে বিধি কভু প্রেমে পড়ি?
জীবনে শুধু যে ভুল কত পাপ জমা,
হতাশার বালুচর স্বপ্নের পৃথিবী,
ভাল মন্দ ন্যায় নীতি অহেতুক দাবী।
আপন হৃদয়ে খুঁজি পাইনা যে ক্ষমা।
পথভ্রষ্ট এ জীবন সত্যি না মিথ্যার,
ভালবেসে কর বিধি আমায় উদ্ধার।।