কদর
শপথ

প্রভাতে কুড়ানো ফুল সাজি ফুলদানি,
সৌরভ বিলিয়ে দিতে সুভাষের গন্ধে,
পবনে কাননে দুলি ফোটার আনন্দে,
দেবীর চরণে পুজা স্বার্থকতা জানি।
ভালবাসার প্রস্তাবে শ্রেষ্ট উপহার,
মিলনের মালা গাঁথি অনন্ত প্রণয়,
সন্ধানে স্বর্গ রচনা অতৃপ্ত হৃদয়,
ফুল শয্যার রজণী সুখের জোয়ার।।

বেলাশেষে ঝরে পরা ফুলের আশায়,
বৃন্তে খোঁজে অন্ধকারে রঙিন মানুষ,
প্রেমিক প্রেমিকা শুধু নেশাতে বেহুশ,
অভিমানে ঢেকে থাকা শুকনো পাতায়।
মলিন পাঁপড়ি করে কোমল আপন,
ফুলের কদর বুকে পবিত্র বন্ধন।।