কাব্য কবিতা
শপথ

স্বর ব্যঞ্জণে মিলন শব্দের গঠন,
অপূর্ব ছন্দের বাক্য সমন্বয় করে,
অব্যক্ত আবেগী কথা সাজিয়ে অন্তরে,
ব্যাকরণের নিয়মে গেঁথেছি চয়ণ।
জানি না কবিতা কি না লিখেছি যতনে,
তোমার ইচ্ছা পূরণে আবোল তাবোল,
কাগজ কলম ক্ষয়ে স্বপ্নের দখল,
হিজি বিজি কথাগুলো বুঝাবে কি মানে?

অক্ষর মাত্রাবৃত্তের নিয়ম কানুন,
এলোমেলো শব্দগুলো অর্থের প্রকাশ,
তোমার বিবেচণাতে প্রতিভা বিকাশ,
কবিতা বলে কি লোকে করে কি গ্রহণ?
তবুও লিখছি আমি তোমাকেই ভেবে,
কাব্য কবিতার মাঝে আমাকে যে পাবে।