হিন্দু বৌদ্ধু খৃষ্ট তুমি মুসলিম আমি,
জন্ম মৃত্যু পৃথিবীতে গঠন আকৃতি,
জ্বালাময় ক্ষুধা তৃষ্ণা সম অনুভুতি,
সাজানো সৃষ্টি জগতে একজন স্বামী।
ভিন্ন ভেবে কোন জন গড়েছে মানুষ?
সত্য সুন্দর সন্ধানে অন্তরে গৌরব,
বৃন্তের ফুটন্ত কলি পুষ্পের সৌরভ,
পার্থক্য বিবেক বোধে ধর্মের কি দোষ?
আল্লাহ ঈশ্বর প্রভু ডাকি ভগবান,
সেজদা পুজা অর্চণা ভক্তি ইবাদতে,
মসজিদ ও মন্দির কাবা জিয়ারতে,
যুক্তি তর্কের প্রমাণ স্রষ্টা কে মহান?
ক্ষমাশীল দয়াময় সর্ব শক্তিমান,
ভালোবেসে বিরাজিত জীবে যত প্রাণ।