জয় পরাজয়
শপথ
মিথ্যার জোরে সত্যকে করে পরাজিত
সত্য পরিস্কার এক আরশি নগর,
মিথ্যা প্রবঞ্চনা কালো আঁধার ধূসর,
অন্তর অতৃপ্ত রবে পাপে কুলষিত।
স্বস্তি শান্তি খুঁজে শুধু বিবেকের দ্বারে,
উচ্চবাক্যের চাদরে সত্যকে আবৃত,
অস্থায়ী শক্তিতে গড়ে মিথ্যার রাজত্ব,
সত্য জলন্ত প্রদীপ দিবা নিশি পুড়ে
গোপন করে লুকানো ঘটনা আড়াল,
হিংসা অহংকার বিদ্বেষ এ মনে,
অতলে ডুবে জীবন সত্যের সন্ধানে,
মিথ্যার শিকলে বন্ধি চরিত্রে ভেজাল।
ঈমানদার সর্বদা আল্লাহর ভয়ে,
মুমিন মুসলমান জয় পরাজয়ে।