প্রথম প্রেমের কালে মিঠা মিঠা কথা,
হৃদয় কাননে ফুটে সুবাসিত কলি,
মনের গগণে উঠে চাঁদ এক ফাঁলি,
ভালোবেসে অবশেষে প্রাণে দিল ব্যথা।
তাঁজা ফুলে গাঁথিলাম মিলনের মালা,
ঝলমল পূর্ণিমায় অভিষারে বসে,
আলো ছায়া মাতামাতি প্রেমের পিয়াসে,
কলঙ্কের বদনামে সইলাম জ্বালা।
পুষ্পের সৌরভে মাতে আকুল ভ্রমর,
মধু আহরণে হুল চাইছে বিঁধাতে,
লাগিল চন্দ্রগ্রহণ অমাবশ্যা রাতে,
বাসী অপবিত্র বলে দেয়না কদর।
ঝরাফুল চাপা পড়ে শুকনো পাতায়,
আনন্দে সুবাস নিতে কেউ না কুঁড়ায়।।