শক্তের ভক্ত মানুষ নরমের যম,
আজকে জোর যাহার তাহর মুলুক,
শক্তির দাপটে চলে মেলিয়ে পালক,
ধনীর মান অধীক গরীবের কম।
চোরে করে এ জগতে সাধুর বিচার,
ডাকাতে মর্যাদা পায় সুশীল সমাজে,
রাজ কার্যে নিয়োজিত অশালীন কাজে,
নীতি আদর্শের কথা করে তিরস্কার।
চরিত্রহীন লম্পট যে জন জালিম,
দলনেতা সভাপতি দলের প্রধান,
অন্যায় অত্যাচারীর সুনাম মহান,
নিত্য স্বার্থের সন্ধানে শিক্ষার তালিম।
দূর্বলে গোলামী করা কঠিন সমন,
মিথ্যা দায়ে অপরাধী বিদ্রোহী পতন।