(হে আল্লাহ আমাকে ক্ষমা কর। জন্মের উপরতো কোন গরীবের হাত নেই। তবুও ধনীর কাতারে দাড়িয়ে যারা অসহায় গরীবদের উপর যুলুম করছে যারা শক্তি ক্ষমতার
দাপটে মানুষের কষ্টে অর্জিত অর্থ সম্পদ লুটে নিয়ে মর্যাদার আসনে বসে মহান হতে ভিক্ষা দিয়ে করুনায় বাঁচিয়ে রাখতে চায় তাদের কিছু বলার সাহস ছিলনা বলেই অভিযোগটা তোমাকে করেছি।)
জীবনের খেলাঘর সাজাতে ভূবনে,
বেদনার বালুচরে সুখের সন্ধানে।
অফুড়ন্ত বাসনার চাহিদা পূরণে,
অভিশাপ মূলধন বিধির যোগানে।
দারিদ্রতা চিরদিন অর্থের অভাব,
সন্তানের আর্তনাদ ক্ষুধার্ত স্বভাব।
দয়াহীন করুণার জগত নবাব,
বাঁচানোর অধিকারে কি দিবে জবাব?
অনহারী মানুষের ক্ষুধা নিবারণে,
প্রতিদিন আহারের সুষম বন্টনে।
ফলমূল খাদ্যশস্য ফলিছে জমিনে,
এ কেমন বিচারক ভাগ্য নির্ধারণে?
পালনকর্তা হলেনা সৃষ্টিকর্তা তুমি,
বেইনসাফে গরীব জগতে আসামী।