জীবনে যা হারিয়েছি জানি তা পাবনা
মহা মূল্যবান বস্তু যার জন্য নষ্ট
ইহকালে পরকালে নেই যে শান্তণা
দেহলোভী পুরুষের জন্য পথভ্রষ্ট
যে কৃত কর্মের শাস্তি দিবে জানি প্রভু
অনন্তকাল দোযখে পুড়াবে আমায়
ঈমান আমল নিয়ে ভাবিনি তা কভু
তোমাকে রক্ষা করতে আমি নিরুপায়
সাধনা আরাধনায় নিত্য ইবাদতে
নিজেকে করি বিলীন তোমায় স্বরণে
সুখ শান্তি নেয়ামত রহমত দিতে
বিপদ আপদ মুছে রোগ মুক্তি দানে
মানবে না জানি কভু প্রেম ভালোবাসা
যোগ্যতাহীন কর্তব্যে চরম দুর্দশা