যদি মনে পড়ে যায় স্মৃতিগুলি খুব,
ফেলে আসা দিনগুলি কেন পিছু ডাকে,
কিছু সুখ ব্যথা পুষে জ্বালা দেয় বুকে,
ভুলে যেতে ইচ্ছে নেই শুধু অনুভব।
তন্দ্রা হারা নিশি জাগা তৃষিত নয়ন,
যত তারে কাছে ভাবি তত যায় দূরে,
স্বপ্ন আশা ছন্দ তালে বীণা বাজে সুরে,
তুমি আমি পাশাপাশি অতীত স্বরণ।
প্রাণ পাখি ছটফটে হৃদয় প্রিঞ্জরে,
কাঁদে একা ডানা ভাঙ্গা আহত তুফানে,
মুক্তি নেই বন্দি খাঁচা মায়ার বাঁধনে,
উড়ে যেতে মুক্ত পথে যত্নে গড়া নীড়ে।
অশ্রুজলে স্রোতধারা তীর ভাঙ্গা ঢেউ,
দুঃখ কষ্ট ভাগ নিতে সঙ্গী নেই কেউ।