শিশু কিশোর যুবক পৃথিবীতে আমি,
বৃদ্ধকালে শক্তি বল সবি গেছে কমি।
হাত পা কোমর ব্যথা ভোগছি কাশিতে,
দূর্বল শরীর নিয়ে উঠিতে বসিতে।
কানের শ্রবণ শক্তি চোখে জ্যোতি কম,
কথা বলি কাপা কাপা ফেটে যায় দম।
মাথা ঘুরে পরে যাই দিনে শতবার,
দেহের বোঝা বইতে সাধ্য নেই আর।
সকল কাজে অক্ষম ভাবছি এখন,
কোথায় হারিয়ে গেছে স্বাদের যৌবন!
ধাপে ধাপে হারিয়েছি বাঁচিবার শক্তি,
সুখ শান্তি অবসরে হারিয়েছি মুক্তি।
বয়সটা বেড়ে গেছে সময়ের কাছে,
জীবনটা হেরে যাবে মরণ যে আছে।।