জীবনের অনুকূলে দাড়িয়েছি একা
প্রতিকূল পরিস্থিতি নিত্য মোকাবেলা
সত্য মিথ্যা ভেদাবেদে প্রমাণের দেখা
যোগ্যতার পরিচয়ে কঠিন ঝামেলা
আপন অস্তিত্ব গেথে প্রতিভা বিকাশে
চাপিয়ে জোর পূর্বক আনুগত্যে বশ
বাচার তাগিদে শুধু চাহিদা প্রকাশে
বিজয় ছিনিয়ে আনা নাম খ্যাতি যশ
জোর যার রাজ্য তার শক্তি ক্ষমতায়
স্বার্থ উদ্ধারে মানুষ যাতাকলে পিষে
লাভ ক্ষতির হিসাব চিন্তা চেতনায়
ভুল ত্রুটি ঢেকে রাখে যোগ্য ব্যক্তি দোষে
ন্যায় নীতির আদর্শে পথ পদর্শক
সাফল্যের কর্ম কান্ডে ভালো মন্দ লোক