যত আশা তত বাড়ে হৃদয়ের ব্যথা
না পাওয়ার বেদনা দিবানিশি কাঁদে
চাই যত নাই নাই দুটি হাত পাতা
কে আপন পৃথিবীতে শান্তি সুখে বাঁধে
কত মানুষ অচেনা নিয়মিত দেখি
স্বার্থ বুঝে ভালো লাগা প্রেম প্রীতি ভাব
সম্পর্কের অধিকারে কাছে দূরে রাখি
ত্যাগে ভোগে লাভ ক্ষতি কঠিন হিসাব
মানুষের পরিচয়ে শত্রু দুশমন
জীবনের হার জিত কর্ম ব্যবহারে
দু:খ কষ্ট ভাগাভাগি আত্মীয় স্বজন
মান অভিমানে ভুল সকলেই করে
রাগ অনুরাগে যদি প্রতিশোধ চায়
ন্যায় নীতির বিচারে ক্ষমা সাজা পায়