ঐশ্বর্য্যের অধিকারি ধন রত্ন হাতে,
অভিমানে বিন্দুদান হয়না কৃপাতে।
চাহিদার আকাঙ্খায় অক্ষম জোগাতে,
ধরণীতে দয়াময় জ্বালিয়ে পুড়াতে।
অন্ন কই বস্ত্র কই অভাবে ক্রন্দণ,
ক্ষুধা তৃষ্ণা নিবারণে সুষম বন্টন।
জন্মাবধি মানুষের ভাগ্যের লিখন,
রাজা বাদশা জগতে নবাবী জীবন।
যা কিছু সম্বল মোর করুণার দান,
কৃতজ্ঞতায় প্রকাশি তুমি যে মহান।
তবুও বিপদ মুখে নেই পরিত্রাণ,
প্রতিশোধে কর প্রভু নিত্য অপমান।
দু:খ তাপে ব্যথিতের কাদে শুধু প্রাণ,
জীবনের দায় শোধ নেই অবসান।