হাসি কান্না ইতিকথা, জীবনের ব্যথা,
প্রেমের প্রদীপ জ্বেলে মানব অন্তরে,
ঈশ্বর, আল্লাহ, হরি, জগত মাঝারে,
সুখ- দুঃখ পালাক্রমে, সময়ের পাতা।
ভালোবাসার প্রণয়ে, অবুঝ হৃদয়,
কাছে দূরে সারাক্ষণ চোখের পলক,
বুকের গভীরে ভাসে রুপের ঝলক,
তৃপ্তিতে প্রাপ্তির আশা, জয়- পরাজয়।
রামধনু মুছে যায় হঠাৎ কালো মেঘে,
দুর্ভাগ্যের পরিহাস নিয়তির লেখা,
বিধির কলম সত্য, কালি দিল ধোকা,
কারো জয়, কারো ক্ষয়, কত দেখি চোখে!
কে মিটাতে কোন স্বাধ? অতৃপ্ত বাসনা,
খন্ডাতে বিধির লিপি, বাঁচার কামনা।