বিশ্বাসে ধরেছি হাত শুভদিন দেখে,
পিতা মাতা গার্ডিয়ান ভাল মন্দ বুঝে,
জীবন দিয়েছে বেঁধে পাত্র পাত্রী খুঁজে,
আনন্দের অগ্রসর ভয় ভীতি রুখে।
অজানা ভবিষ্যতের রঙিন ফানুস,
স্বপ্ন আশা ভালবাসা দায়িত্ব কর্তব্য,
অধিকারের সম্পর্ক অদৃশ্য গন্তব্য,
প্রিয়জন নির্বাচন অচেনা মানুষ।।
প্রয়োজনে আত্মপক্ষ স্বার্থ বিসর্জন,
বুকে টানি সুখে দুঃখে শান্তির চাদর,
স্নেহ আদর মমতা পরশে কাতর,
শক্ত শিকড় বিস্তার অঙ্গের বসন।
জীবন মরণ বাজী সমর্থণে সপা,
কপালের রাজটিকা বিধাতার কৃপা।।