জীবন সৈনিক
শপথ
আশান্ত যৌবন বাজী ধরেছিল ভবে,
বজ্র কণ্ঠধ্বণি শুধু করেছে আহ্বান,
দুর্গম কণ্টক পথে বিজয়ের গান,
জীবন কি বুঝেছিল পরাজিত হবে?
দুরন্ত সাহসী যুদ্ধা নির্ভিক সৈনিক,
নির্ভয়ে শান্তির জয়ে অন্তিম পিপাসা,
অদম্য দৃঢ় প্রত্যয়ী খুঁজে ভালবাসা
অন্ধকারে আলো জ্বেলে বিজয়ী দৈনিক।
সবকিছু খুঁজে পেতে হাতের নাগাল,
উৎসাহ উদ্দীপনা সম্মুখের পানে
শেষ নিঃশ্বাস ত্যাগে বীরত্বের পণে
আকাশ পাতালে পাতে সাধনার জাল।
রক্তস্নাত রাজপথে অশুভ মরণ
পরাজিত পরাভুত মানব জীবন।।