আত্ম তত্ব জেনে সত্য জীবন সাধনা,
দিব্য জ্ঞানে মন বনে নিত্য বিচরণ,
ভক্তি মাঝে দৃষ্টি খুঁজে গুপ্ত উম্মোচন,
যুক্তি তর্কে দিদ্বা দ্বন্দ ভুলের মন্ত্রণা।
ভ্রান্ত আশা সর্বনাশা অস্থির জীবন,
ন্যায় নীতি বিসর্জনে পাপী ইনসান,
কর্ম গুণে পৃথিবীতে শীর্ষে অবস্থান,
শুদ্ধ প্রেমে চিরঞ্জীব স্বার্থক মরণ।।
কাম ক্রোধে মোহ মায়া স্বার্থের সন্ধান,
সুখ শান্তি দুঃখ কষ্ট চিত্তের অভাব,
নিন্দা ঘৃণা উগ্র পন্থা অনিষ্ট স্বভাব,
চুক্ষ কর্ণ হস্ত পদ অশ্লীল জবান।
ভাল মন্দ নিরুপনে বর্জিত অর্জন,
সিদ্ধি লাভে পূণ্যময় মানব জীবন।।