চলে যায় যদি কেউ আসে না যে ফিরে
সময়ের সাথে সাথে স্মৃতিগুলো যত
মন পুড়ে ছাই হয় কাঁদে অবিরত
মানব জীবন বন্দি অতীতের দ্বারে
কত চেনা কত জানা কত পরিচয়
কে আপন কেবা পর গাঁথে প্রিয়জন
ভাঙ্গা গড়া সম্পর্কের রক্তের বাঁধন
স্বপ্ন আশা ভালোবাসা হারানোর ভয়
জীবন যেখানে থাকে যখন যেমন
সাজাবে নিজেকে তুমি কত অভিনয়ে
আপন চিন্তা ভাবনা থাকবে হৃদয়ে
বিরহ বিচ্ছেদে কাঁদে মায়ার ভূবন
সত্য মিথ্যা ইচ্ছা শক্তি অন্তরে গোপন
ভালো মন্দ অধিকারে শাসন বারন