জীবন বৃক্ষ
শপথ
জীবনটা শস্যক্ষেত্র প্রভুর কৃপায়,
মালিকানা মানুষের পৃথিবীর বল,
উৎপাদণে কৃষক সোনালী ফসল,
ভাল মন্দ নির্ধারণ সুখের আশায়।
বিশ্বাসে রোপন করে ঈমানের বীজ,
সত্য ও ন্যায়ের চাষ করে প্রতিদিন,
পরিচর্যা নিলে হয় উর্বর জমিন,
বিশ্বে মহা মূল্যবান পণ্য চিরঞ্জীব।
যেমন বীজ রোপন তেমনি ফসল,
সুখ দুখ পত্রগুলি ঝরে বারোমাস,
আপন কর্মের মাঝে হয় শুধু চাষ,
ধন সম্পদ যা কিছু জীবনে সম্বল।
দেনা পাওনা আছে কি লাভ ক্ষতি কষে?
জীবন বৃক্ষ অসাড় মিছে অবশেষে।।