বিধাতার হাতে লেখা মানুষের ভাগ্য
জন্ম মৃত্যু পৃথিবীতে নির্ধারিত করা
বদলাতে বৃথা চেষ্টা নেই কারো সাধ্য
ইচ্ছে মতো অধিকারে বাঁচা আর মরা
জীবনের ঋন শোধে সূবর্ণ সুযোগ
ক্ষুধা তৃষ্ণা নিবারনে চাহিদা পূরন
আরাধনা ভক্তি পুজা নিত্য অভিযোগ
মনে প্রানে ভালোবেসে স্রষ্টাকে আপন
আনুগত্য স্বীকারে কে খুঁজিল পার্থিব
সত্য শুভ চিরন্তন জ্ঞানের সাধনা
জাগতিক সুখ শান্তি অনন্ত সজীব
ফুলে ফলে চাষাবাদে কানন রচনা
করুণার দানে কভু সন্তুষ্টি গুজার
অচেতন দেহ ঘুমে মাটিতে অসাড়