পাঠালে দয়াল তুমি একা দুনিয়ায়
আমি জনম জনম ধরে
পথ চেয়ে ঘুরে ফিরে
কাঁদি তোমারি আশায়
জানি গোপনের গোপন তুমি
তবু আপন ভাবি আমি
খুঁজি দিবস যামী ডাকি নিরালায়
বুকে শত ব্যথার শ্রাবন
মানুষ স্বার্থ বুঝে আপন
মিছে মায়ার বাঁধন লোভ লালসায়
মনে ভুলের পাহাড় জমা
আপন বিবেক চায় ক্ষমা
কেন মিথ্যা প্রবঞ্চনা উঁচু মাথায়
আমি মানুষের লীলা খেলা
সয়ে ধোকার মরণ জ্বালা
জীবনের এই ভেলা ডুবি কিনারায়
তুমি জগত প্রধান দয়াল
আমি চির দুঃখী কাঙ্গাল
জ্বালিয়ে দাও মশাল আধার সীমানায়