নামাজে দাড়ালি বান্দা ঢুকে মসজিদে,
সুরা কেরাত পড়িলি কুরআন থেকে,
জামাতে সামিল হয়ে ইমামকে দেখে,
রুকু সেজদা করিলি নিত্য ইবাদতে।
পশ্চিমে রাখিলি কাবা কেবলার মুখ,
পূর্বের খবর নেই উত্তর দক্ষিণে,
দিলেন কাবা নির্মাণ আছে কোনখানে,
মেরাজুল মুমিনীনে সালাতে কি সুথ?
মনের জায়নামাজে পবিত্র আসন,
অন্তরে মুয়াজ্জিনের পড়েনি আযান,
হৃদয়ে আরাফাতের নেই ময়দান
পাঁচ ওয়াক্ত নামাজে মুমিন যে জন।
নামাজি তোর নামাজে হইল যে ভুল,
নোয়ালি শির ছাড়িয়া ঈমানের মূল।