ঈমানের বীজ বুনে হৃদয় জমিনে,
বিশ্বাসের পরিচর্যা রক্ষণাবেক্ষণ,
আমলের চারাগাছে পূণ্য উৎপাদন,
ন্যয্যমূল্যে বিক্রি হবে হাশরের দিনে।
ইবাদতের ফসল বিচারের মাঠে,
খরিদ্দার একজন মহান আল্লাহ,
মানদন্ডে পরিমাপ মীযানের পাল্লা,
আমি হব মহাজন সেদিনের হাটে।
অন্তরে রোপন করে কালেমার চারা,
কুরআনে গবেষণা দিবস রজণী,
রাসুলের অনুসারী হাদীসের বাণী,
জীবন বৃক্ষে সুস্বাদু ফল ধরে সেরা।
ফল ফসল বেঁচিতে উত্তম বাজার,
চিরশান্তির জান্নাত পাব উপহার।।।