সেজদার ইবাদতে খুঁজি মসজিদে,
আল্লাহু আকবার ঐ মিনারে আযান,
মন্দিরে ভক্তির পুজা ডাকি ভগবান,
গীর্জায় প্রার্থণা করি যীশুর তাগিদে।
শাস্ত্রবেদে আরাধনা বিধান আকড়ে,
জগতে মানব জাতি স্রষ্টা একজনা,
ভিন্ন ভিন্ন আয়োজনে যুক্তি ষোলআনা,
মিথ্যা প্রেমের আরতি সাজানো অন্তরে।

সত্য সুন্দর পবিত্র আল্লাহ ঈশ্বর,
বিশ্বাসে সর্বত্র সদা অদৃশ্য বন্ধন,
অনন্ত অসীম প্রভু গড়েছে ভূবন।
হিন্দু খৃষ্ট মুসলিম তর্কে বহুদুর।
শান্তি শৃঙ্খল একতা মানুষের মাঝে,
প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টিকর্তা খুঁজে।