হৃদয়ে অনুভব
শপথ

নিথর জলের বুক ছুঁয়ে দিলে যবে,
চঞ্চল মনের মাঝে আবেগী স্বপন,
ভাবনা তরঙ্গে দোলে ভয়ের কাঁপন,
পুলকিত শিহরণে হৃদে যাই ডুবে।
অতলে স্রোতের বেগ উজানের টানে,
তীরের আশায় খুঁজি একুল ওকুল,
হাবুডুবু জল খাই বাঁচিতে আকুল,
সাঁতারের বৃথা চেষ্টা সাগর গহীণে।

মম চিত্তে সুর শুনে প্রভাতের ক্ষণে,
দিবা নিশি ডাকিতেছি মধুর ভাষায়,
এলোমেলো অপেক্ষার উদাসী আশায়,
ফুটাতে প্রেমের ফুল হৃদয় কাননে।
বিশ্বাসের শক্ত ডুরে সম্পর্ক বাঁধনে,
ভালবাসা এনে দিল জীবনের মানে।।